স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর, ২০২০ ২০:৪৫  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। বুধবার গণভবনে বাংলাদেশ ডাক বিভাগ থেকে ইস্যু করা এসব স্মারক ডাক সামগ্রী অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। অবমুক্তির পর থেকেই স্মারক ডাক টিকিটগুলো রাজধানীর জিপিও’র ফিলালেটিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে এগুলো অন্যান্য জিপিও বা ডাকঘরে পাওয়া যাবে। ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।